আজই তৈরি করে ফেলুন আপনার নিজের জন্য একটি ফ্রি ওয়েবসাইট । Create a free website - MR Laboratory
আজই তৈরি করে ফেলুন আপনার নিজের জন্য একটি ফ্রি ওয়েবসাইট । Create a free website - MR Laboratory
![]() |
আজই তৈরি করে ফেলুন আপনার নিজের জন্য একটি ফ্রি ওয়েবসাইট । Create a free website - MR Laboratory |
কে না চাই তার নিজের জন্য একটি ওয়েবসাইট তৈরি করতে , এইটা হোক আর্টিকেল লিখার জন্য হোক টাকা ব্যবসা করার জন্য । আমাকে অনেকে মেসেজ করেছে যে , ভাইয়া ওয়েবসাইট নিয়ে একটি টিটোরিয়াল করেন । আমি করব এইটা আমি জানি কিন্তু যখন আমাকে মেসেজ করে ফেলল আর না করে তো উপায় নাই । তাই আর দেরি না করে শুরু করে দিলাম ।
জানি ওয়েবসাইট নিয়ে সকলের কম বেশি ধারনা আছে ।
এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে ওয়েবসাইট দিয়ে কি করে ?
ওয়েবসাইট হল একটা প্লাটপরম যেখানে আপনি আপনার দক্ষতা শেয়ার করতে পারবেন , যা আপনার নামে কপিরাইট হবে ।
যেমন যদি আপনি আপানার ওয়েবসাইট এ ভালো ভালো শিক্ষনীয় লিখা লিখেন তাহলে আপনার ওয়েবসাইট থেকে মানুষ অনেক কিছু শিখতে পারবে । মানুষ যদি আপনার ওয়েবসাইট থেকে কিছু শিখতে পারে তাহলে আপনার ওয়েবসাইট এর ভিসিটর বেড়ে যাবে । রকম ৪০-৫০ টা আরটিকেল হওয়ার পর আপনি টাকা ও ইনকাম করতে পারবেন ।
তাছাড়া আরো অনেক বলতে গেলে শেষ করতে পারব না ।
ওয়েব সাইট ডোমেইন দুই প্রকার ...।
১) সাব ডোমাইন
২) মাস্টার ডোমেইন
সাব ডোমাইন
এর সাথে কোম্পানির নাম সহ থাকবে , মানে ওয়েবসাইট এ আপনার নাম এর পাশাপাশি তাদের নাম ও একটু থাকবে । যেমন আমাদের ওয়েবসাইট mrlaboratory.blogspot.com
এখানে mrlaboratory এর পাশাপাশি blogspot ও রয়েছে
যেইটা একটা কোম্পানি । এরকম সব ডোমেইন কে সাব ডোমেইন বলা হয় ।
মাস্টার ডোমেইন
এখন অবস্যয় বুঝে গেছেন যে মাস্টার ডোমেইন কি রকম ।
মাস্টার ডোমেইন যেই ডোমেইন এর পাশে আপনার নাম ছাড়া এর কোন কিছু থাকবেনা ।
যেমন
facebook.com
google.com
internet.org
gmail.com
youtube.com ইত্যাদি ।
ডোমেইন দুই প্রকারের হলে ও দেখতে অনেক ধরনের ।
যেমন
.com .org .info .bd .edu .biz .abc আরো হাজার হাজার আমি আর বললাম না ।
সাব ডোমেইন ফ্রি হলে ও কিন্তু মাস্টার ডোমেইন ফ্রি না । মাস্টার ডোমেইন কিনতে ৮০০ - ১০০০ টাকা খরচ হয় , আবার বার্ষিক একটা ফি দিয়ে প্রতি বছর রি নিউ করতে হয় ।
আচ্ছা যাই হোক ।
আমরা যেহেতু ফ্রি ওয়েবসাইট তৈরি করব তাহলে আমাদেরকে সাব ডোমেইন ই নিতে হবে ।
সাব ডোমেইন ফ্রি হলে ও কিন্তু মাস্টার ডোমেইন থেকে কম না ।
এইটা পরবর্তীতে চাইলে আবার মাস্টার ডোমেইন এ রূপান্তর করা যায় ।
তাওলে আর সমস্যা কি । সাব ডোমেইন প্রভাইটকারী গুলোর মধ্যে আমি ব্লগ স্পট কে নিব কারন ।
ব্লগ স্পট হলো একটি গুগল মামার কোম্পানি , আর এডসেন্স ও গুগল মামার , তাহলে তো আর দূরে যাওয়ার দরকার নাই ।
তাই আজ আমারা ব্লগ স্পট দিয়েই ওয়েব সাইট তৈরি করব ।
ভাই অনেক কথা বলে ফেলছি , আপনাদের অনেক সময় ও নষ্ট করে ফেলছি ,
ভাই যা করছি আপনাদের বুঝানোর জন্য করছি ।
যাই হোক ব্লগ স্পট তৈরি করা জন্য আপনাকে ব্রাউজার ওপেন করতে হবে ।
তারপর blogspot.com এ যেতে হবে ।
Download blog Them
বিস্তারিত ভিডিওতে ।
কপি রাইট
মো;মিজানুর রহমান