SEO - Website submit in google search console - Blogger Tutorial
SEO - Website submit in google search console
হাই বন্ধুরা আজ আম এস ই ও বিষয় টা নিয়ে আলোচনা করব । আমরা যখন গুগলে কোন কিছু সার্চ করি , তখন আমাদের সামনে অনেক ওয়েবসাইট এসে হাজির হয় । এই কাজ টা গুগলের ওয়েব মাস্টার টুল এ করে থাকে , এখন আমাদের ওয়েবসাইট যদি এভাবে সার্চ ইঞ্জিন এ আনতে চাই তাহলে তো সাবমিট করতে হবে গুগল ওয়েব মাস্টার টুল এ । তাই আজ আমারা দেখব কিভাবে গুগল ওয়ে মাস্টার টুল এ ওয়েবসাইট সাবমিট করতে হয় ।