How To get free domain । কিভাবে ফ্রিতে ডোমেইন নিবেন । Blogger Tutorial - MR Laboratory
How To get free domain । কিভাবে ফ্রিতে ডোমেইন নিবেন । Blogger Tutorial - MR Laboratory
![]() |
| How To get free domain । কিভাবে ফ্রিতে ডোমেইন নিবেন । Blogger Tutorial - MR Laboratory |
হাই আমি মিজান । এম আর ল্যাবরেটরি থেকে । আজ আমি আপনাদের দেখাব কিভাবে ফ্রিতে ডোমেইন নিতে হয় এবং এই ফ্রি ডোমেইন কিভাবে ব্লগ সাইটে যুক্ত করতে হয় । আমাদের সবার ব্লগ সাইট আছে কিন্তু এর লিঙ্ক টা অনেক বড় , যা মনে রাখা অনেক কষ্ট কর । যেমন আমাদের আগের ডোমেইন ছিল mrlaboratory.blogspot.com , যা একটি সাবডোমেইন কিন্তু এখন mrlaboratory.com আগের টার চেয়ে এখন এর টা অনেক সহজ । যাই হোক এখন বলি কেন ফ্রিতে ডোমেইন নিবেন , এবং ফ্রিতে ডোমেইন নিয়ে আপনি কি কি কাজে লাগাতে পারবেন । প্রথমত বলতে গেলে আপনি আপনার সাইট এর লিঙ্ক সর্ট করতে পারবেন ফ্রিতে ডোমেইন কিনে , এতে আপনার ভিসিটররা আপনার সাইট এর URL মনে রাখতে পারবে । যা পরবর্তীতে চাইলে সে ভিসিট করতে পারবে । তারপর আপনি কয়েকটি রেডিমিট সাইট তৈরি করে সেল করতে পারবেন এই ফ্রী ডোমেইন ব্যবহার করে । তারপর আপনি আপনার দক্ষতা বাড়ানোর জন্য ও চর্চা করতে পারেন । মোট কথা আপনার কাজে আসবেই । আমি কিন্তু ফ্রি ডোমেইন কিনে চর্চা করেছিলাম । এখনো অনেক রেডিমিট সাইট অন্যকে দেখানোর জন্য এই ফ্রি ডোমেইন গুলো ব্যবহার করি ।
আর বেশি বক বক না করে চলুন দেখে আসি কিভাবে ফ্রিতে ডোমেইন কিনতে হয় এবং ব্লগ সাইটে যুক্ত করতে হয় ।
কিভাবে ফ্রি ডোমেইন নিতে হয়
আগে আমরা ডোমেইন নিব । এর জন্য ব্রাউজার ওপেন করে google.com এ গিয়ে গুগল আইডি/জিমেইল আইডি লগ ইন করে নিব ।
তারপর ডোমেইন প্রভাইডার এর কাছে যাব । click here . ..
অনেকে পরিচিত এই ডোমেইন প্রভাইডার এর সাথে ।
এই ডোমেইন প্রভাইডার সম্পর্কে এক্টু বলি ।
এই ডোমেইন প্রভাইডার .TK / .ML / .GA / .CF / .GQ ডোমেইন প্রভাইট করে যা আপনি ফ্রিতে ও নিতে পারবেন এবং পেইড ও নিতে পারবেন । আমরা অবস্যয় ফ্রিতেই নিব । ফ্রিতে নিলে ১২ মাস পর্যন্ত মেয়াদ থাকবে । কিন্তু আমারা আজীবন ব্যবহার করার জন্য একটা ট্রিক্স অনুসরন করব ।
লিঙ্ক এ ভিসিট করার পর নিছের মতো একটি পেইজ দেখতে পারবেন ।
তারপর বক্স এ আপনার ডোমেইন নাম টি লিখবেন । তারপর Check Availability তে ক্লিক করবেন ।
কিছুক্কন লোড হয়ে আপনাকে দেখাবে আপনার কাঙ্গিত ডোমেইনটি Availabe আছে কিনা ।
যেমন্টা আমার মতো
![]() |
| Free Domain - MR Laboratory |
এইখানে দেখতে পারতেছে যে আমি MRLAB লিখে সার্চ দিচি কিন্তু আমার .tk এক্সটেনশন টি available নেই , .ml এবং ga avilable আছে । তার মানে এগুলো আমি নিতে পারব ।
তাহলে এখন আমি ml ডোমেইন টি নিব , তাই ml Domain এর পাশে Get it now এ ক্লিক করব ।
তারপর checkout এ ক্লিক করব ।
![]() | |
|
তারপর আরেকটি পেইজ আসবে ওখান থেকে আপনি period এ 12 months @ free সিলেক্ট করে দিবেন । তারপর কন্টিনিউ তে ক্লিক করবেন ।
![]() | |
|
তারপর Review & Checkout একটি পেইজ আসবে । এইখানে আমরা গুগল দিয়ে লগ ইন করব ।
তাই গুগল চিহ্নের উপর সাইন ইন এ ক্লিক করব ।
![]() | |
|
তারপর আমার ইমেইল একাউন্ট টি সিলেক্ট করে দিব ।
![]() | |
|
এখন তারা আমার ইমেইল এ একটা মেসেজ পাঠাবে কনফার্ম করার জন্য । তাই আমরা এখন gmail.com এ যাব । এতে freenom থেকে আসা একটি ইমেইল দেখতে পারব ।
এইটী ওপেন করলে একটি লিঙ্ক দেখা যাবে । লিঙ্ক এ ক্লিক করে ভেরিফাই করে নিব ।
![]() | |
|
লিঙ্ক এ ক্লিক করলে কিন্তু আপনাকে কিছু ইনফরমেশন দিতে বলবে ।
আপনি আপনার ইচ্ছা মতো ইনফরমেশন দিতে পারেন , কোন সমস্যা নাই ।
তারপর I have read and agree to the Terms & Conditions এ অবস্যয় ঠিক মার্ক দিয়ে দিবেন ।
তারপর Complete Order এ ক্লিক করবেন ।
![]() | |
|
এখন আমাদের অর্ডার টা কমপ্লেট হয়ে গেছে ।
এখন আমরা চাইলে আবার freenom.com এ ভিসিট করতে পারি অথবা এখান থেকে ও কাজ করতে পারি । সুবিধার জন্য আমারা freenom.com এ ভিসিট করব । তারপর যদি সাইন ইন করা না থাকে থাহলে সাইন ইন করে নিব । সাইন ইন এ ক্লিক করে গুগল আইডি সিলেক্ট করে দিলে সাইন ইন হয়ে যাবে ।
সাইন ইন করার পর service থেকে my domain এ ক্লিক করবেন ।
![]() | |
|
এখন আমরা আমাদের ডোমেইনটি ব্লগ এ যুক্ত করব এজন্য মেনেজ ডোমেইন এ ক্লিক করব কিছু ডি এন এস সেট আপ করার জন্য ।
![]() | |
|
![]() | |
|
এখন আমাদের ব্লগ থেকে আমাদের ডি এন এস গুলো আনতে হবে । তার জন্য আমারা blogger.com এ ভিসিট করব । তারপর ব্লগার এর বেসিক সেটিং থেকে ব্লগ এড্রেস এ যাব এবং + Set up a third-party URL for your blog এ ক্লিক করব । এখন আমাদের ডোমেইন টি লিখব যেমন আমার ডোমেইন হচ্ছে mrlab.ml তা লিখব , অবস্যয় (www.) দিতে হবে তাই www.mrlab.ml দিব । লিখার পর Save এ ক্লিক করব ।
![]() | |
|
Save এ ক্লিক করলে Error দেখাবে এবং কিছু ডি এন এস দেখাবে , যা আমাদের ডোমেইন এ এড করতে হবে ।
![]() | |
|
এই খানে দুটি ডি এন এস দেওয়া আছে এগুলো এড করব ।
এই রেকর্ড গুলো যেভাবে দিবেন । ছবিটি দেখুন । বুঝতে পারবেন
![]() | |
TLD
|
এইখানে যেই বিষয় গুলো খেয়াল করবেন তা হচ্ছে type এর মধ্যে থেকে CNAME অবস্যয় সিলেক্ট করে রাখবেন , name এবং target আপনার ব্লগ এর গুলো কপি করে দিবেন ।
এবং save changes এ ক্লিক করে save করে দিবেন ।
রেকর্ড গুলো সংরক্ষন হলে
- Record added successfully
- Record added successfully
- দেখাবে ।
এখন আমাদের আরো ৪টি ডি এন এস যোগ করতে হবে । যা আমি যেই রকম দিব তা আপনার দিতে পারবেন । এই ডি এন এস গুলো ব্লগারের সবার জন্য একই রকম ।
ডি এন এস গুলো
- 216.239.32.21
- 216.239.34.21
- 216.239.36.21
- 216.239.38.21
৪ টি A রেকর্ড নিবেন । টারগেট এ এই আইপি গুলো একটি একটি বসিয়ে দিবেন । কোন নাম দিতে হবে না । যেমন >>>
তারপর সংরক্ষন করে ফেলবেন ।
আশাকরি বুঝতে পেরেছেন , না বুঝে থাকলে কমেন্ট করে জানাবেন ।
অনেক কষ্ট করে লিখাটা লিখালাম । ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
এই টিউটোরিয়াল নিয়ে একটি ভিডিও আছে আমাদের , না বুঝলে এইটা ও দেখতে পারেন ।
পরবর্তী টিউটোরিয়াল কিভাবে ডোমেইন ফরওয়ার্ড বা রি ডাইরেক্ট করবেন ।
সাথে থাকুন নতুন কিছু শিখতে ।
ধন্যবাদ সবাইকে ।
© Copyright MR Laboratory
![]() | |
|
















